Saturday, August 30, 2014

মানব শিশুর আকৃতির নাশপাতি (Child shaped Pears).

কত বিচিত্র এই পৃথিবী এবং পৃথিবীর মানুষ। এই বিচিত্র এক মানব চিন্তার আবিষ্কার হচ্ছে মানব শিশুর আকৃতির নাশপাতি (Child shaped Pears).

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চারা গাছ দ্রুত বড় করা যায়। বাড়ানো যায় ফল-ফসলের আকার-আকৃতি। জিন পরিবর্তন ঘটিয়ে ফসলের আকার-আকৃতির সঙ্গে সঙ্গে রঙও বদলে ফেলছেন বিজ্ঞানীরা। কিন্তু ফলকে মানব শিশুর আকৃতি দেয়ার বিষয়টি একেবারেই অভিনব।
চীনের বিজ্ঞানীরা সম্প্রতি এক ধরনের নাশপাতির জাত উৎপাদন করতে সক্ষম হয়েছেন যা দেখতে একেবারে মানব শিশুর মতো। আর সেজন্য এর নাম বেবিপিয়ার বা শিশু নাশপাতি। কোনো কোনো সময় এটিকে বুদ্ধ পিয়ার বলা হয়।

Friday, August 29, 2014

Wallpaper: Nong Nooch Tropical Botanical Garden-Natural Beauty of Earth

Looking at beauty in the world, is the first step of purifying the mind.


Nong Nooch Tropical Botanical Garden is a 500-acre (2.0 km2) botanical garden and tourist  attraction at kilometer 163 on Sukhumvit Road in Chonburi Province, Thailand. It can be reached via bus, taxi or private land transportation.