নাগা মরিচ, মরিচের একটি প্রজাতি, যা প্রচণ্ড
ঝালের কারণে সমধিক পরিচিত। স্থানীয়ভাবে বোম্বাই মরিচ নামে পরিচিত।
নাগা মরিচ হলো এশিয়ার বাংলাদেশ এবং নিকটবর্তী ভারতের
উত্তর-পূর্বাংশের আসাম রাজ্যের হাইব্রিড বা মিশ্র প্রজাতি। এটি ভারতের আসাম,
নাগাল্যান্ড
ও মণিপুরে, এবং বাংলাদেশের সিলেট অঞ্চলে প্রচুর পরিমানে জন্মায়।
মরিচটির নাম গিনেজ বুকে উঠেছে আগেই। এখন বলা হচ্ছে সঠিক পৃষ্ঠপোষকতা
পেলে মরিচ উৎপাদন করে আড়াই হাজার কোটি টাকার বাজেট মোকাবেলা করাও সম্ভব! এক গ্রাম
মরিচের দাম যদি হয় তিন লাখ টাকা, তাহলে সেটা
অসম্ভব কিছু নয়।